নির্বাচনী প্রচারে এআইয়ের অপপ্রয়োগ, পোস্টার ও ড্রোন ব্যবহারে ইসির নিষেধাজ্ঞা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি চূড়ান্ত করেছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি চূড়ান্ত করেছে। নতুন বিধিতে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কোনো ধরনের কনটেন্ট তৈরি ও প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া নির্বাচনী প্রচার ও ভোট গ্রহণের সময় পোস্টার, ড্রোন, কোয়াডকপ্টার বা এ ধরনের যন্ত্র ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পলিথিন, রেক্সিন ও পরিবেশের ক্ষতিকর উপাদানে তৈরি প্রচারসামগ্রীও ব্যবহার করা যাবে না।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সংবাদ সম্মেলনে বলেন, ‘নির্বাচনী প্রচারে এআই বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার আচরণবিধি লঙ্ঘন করে কোনো কনটেন্ট তৈরি বা প্রচার করা যাবে না। সংশোধিত বিধিমালা এখন আইন মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।’

নতুন আচরণবিধি অনুযায়ী, প্রার্থী বা দলের সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি, ই-মেইল ও পরিচয় সংক্রান্ত তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে। ঘৃণ্য বক্তব্য, ভ্রান্ত তথ্য, কারও মুখ বিকৃত করা বা ক্ষতিকর কনটেন্ট তৈরি ও প্রচার কঠোরভাবে নিষিদ্ধ। প্রার্থিতা বাতিল ও জরিমানা বাড়িয়ে দেড় লাখ টাকা করা হয়েছে।প্রচারবিধিতেও পরিবর্তন আনা হয়েছে। একজন প্রার্থী সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন। প্রতিটি বিলবোর্ডের আকার সর্বাধিক ১৬ ফুট বাই ৯ ফুট হবে। হেলিকপ্টার ব্যবহার সীমিত করা হয়েছে, লিফলেট বা ব্যানার ঝোলানো যাবে না। মাইকের শব্দ ৬০ ডেসিবেলের বেশি হতে পারবে না এবং সময়সীমা বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত।

ভিভিআইপি হিসেবে প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্যসহ উচ্চ পদস্থ কর্মকর্তাদের নির্বাচনী প্রচারে অংশগ্রহণ নিষিদ্ধ। প্রার্থীরা কোনো প্রতিষ্ঠান বা সংগঠন থেকে সংবর্ধনা নিতে পারবেন না।

ইসি সম্পাদক আবদুর রহমানেল মাছউদ বলেন, ‘চূড়ান্ত আচরণবিধি আইন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই কার্যকর হবে। শাস্তি আরও কঠোর করা হয়েছে এবং আচরণবিধি ভঙ্গ করলে মনোনয়নপত্র বাতিল পর্যন্ত হতে পারে।’

লেটেস্ট আপডেট...

আইপিএল স্পেশাল...

যশোর ক্রীড়া সংস্থায় কাজী এনামের অন্তর্ভুক্তি নিয়ে উত্তেজনা: ঘেরাও, স্মারকলিপি ও প্রতিবাদের ঝড়

যশোর ক্রীড়া সংস্থার এডহক কমিটিতে বিসিবির সাবেক পরিচালক কাজী এনাম আহমেদকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত ঘিরে স্থানীয় ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে...

সেলিব্রেটি গসিপ...

মেগান মার্কেলের উদ্বেগ: প্রিন্স হ্যারির সঙ্গে রাজা চার্লসের মিলন ঘিরে নতুন বিতর্ক

প্রিন্স হ্যারি এ সপ্তাহে লন্ডনে ফিরেছেন। আনুষ্ঠানিকভাবে তিনি যোগ দিচ্ছেন WellChild Awards-এ, তবে আড়ালে আলোচনার বিষয় হচ্ছে—তিনি কি তাঁর দূরত্ব তৈরি হওয়া বাবা, রাজা...

সম্পর্কিত আরও পড়ুন...

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Translate »