যশোরের সিঙ্গিয়ায় রেল দুর্ঘটনা: অঘটন ঘটল খুলনাগামী ট্রেনে
রোববার, ৩ আগস্ট রাতে যশোর জেলার সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি রাত ১১টা ১৫ মিনিটে স্টেশন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই লাইনচ্যুত হয়। ট্রেনটির ইঞ্জিন ও একটি বগি রেললাইন থেকে বিচ্যুত হয়ে পড়ে।যদিও দুর্ঘটনাটি শুনতে ভয়াবহ, তবে ভাগ্য সহায় ছিল যাত্রীদের—এ ঘটনায় কেউ হতাহত হননি। যাত্রীদের একমাত্র ভোগান্তি ছিল রাতভর ট্রেন থেমে থাকা এবং অজানা আতঙ্ক।
দুর্ঘটনার সময় ও পরিস্থিতি
ট্রেনটির পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, ট্রেনটি রাত ৮টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে খুলনায় রাত ১১টা ৪৫ মিনিটে পৌঁছানোর কথা ছিল। কিন্তু সিঙ্গিয়া স্টেশন ছাড়ার মাত্র ৪০ সেকেন্ডের মধ্যেই ট্রেনটির ইঞ্জিন ও একটি বগি রেললাইন থেকে সরে যায়।তিনি আরও বলেন,“গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। যদি ট্রেনটি দ্রুতগতিতে চলত, তাহলে ভয়াবহ প্রাণহানি ঘটতে পারত।”
যাত্রীদের অভিজ্ঞতা: আতঙ্কে কেঁপে উঠেছিল সিঙ্গিয়া স্টেশন
ট্রেনে থাকা যাত্রী শরিফুল ইসলাম, আল-আমিন ইসলাম, মনির হোসেন ও সালমা খাতুন জানান, হঠাৎ বিকট শব্দ শুনে তারা আঁতকে ওঠেন। ট্রেনটি প্রচণ্ডভাবে কেঁপে উঠে কিছুটা সময় স্থির হয়ে যায়। তখনই তারা বুঝতে পারেন—দুর্ঘটনা ঘটেছে।
তাঁরা বলেন,“ট্রেন থামার পর জানালার বাইরে তাকিয়ে দেখি অন্ধকার স্টেশনে বিশৃঙ্খলা। ভয় পেয়েছিলাম কিন্তু পরে জানতে পারি, কারও কোনো ক্ষতি হয়নি।”
কী বলছে রেলওয়ে কর্তৃপক্ষ?
সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রিয়াদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,“ট্রেনটি ১ নম্বর লাইনে লাইনচ্যুত হয়েছে। তবে অন্যান্য লাইনগুলো সচল রয়েছে। ফলে অন্যান্য ট্রেন চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেনি।”তিনি আরও জানান, খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে, যাতে দ্রুত মেরামতের কাজ শুরু করা যায় এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।