হাজারও মহিলার অনুপ্রেরণা দীপিকা পাড়ুকোন, দিনে কী কী খান

Deepika Padukone is the inspiration of thousands of women, what to eat during the day

- Advertisement -

দীপিকা পাড়ুকোন। বলিউডের প্রথম সারির অভিনেত্রী। তাঁর অভিনয় দক্ষতা মন কেড়েছে আসমুদ্রহিমাচলের। শুধু কী অভিনয়? তাঁর এই ঈর্ষণীয় চেহারার রহস্য জানতে মরিয়া তাঁর অনুগামীরা।

অনেক মহিলার কাছেই দীপিকা পাড়ুকোন এক অনুপ্রেরণার নাম। কী খেয়ে নিজেকে এত সুন্দর ভাবে ধরে রাখেন তিনি? এই প্রশ্ন ঘুরপাক খায় অধিকাংশ মানুষের মনেই। এ বার তা প্রকাশ্যে এল। রইল দীপিকার প্রতি দিনের খাদ্যাভ্যাসের তালিকা।

ঘুম থেকে উঠে

অভিনেত্রী তাঁর সকাল শুরু করেন এক কাপ লেবু মধুর ঈষদুষ্ণ জল দিয়ে।

প্রাতরাশ

সকালের খাবারে দীপিকা খান দুটি ডিমের সাদা অংশ, কয়েকটি কাঠবাদাম, এক গ্লাস কম ফ্যাটের দুধ। কখনও আবার সকালের প্রাতরাশে থাকে দক্ষিণী ছোঁয়া। ইডলি, ধোসা, সম্বর।

দীপিকা পাড়ুকোন

দুপুরের খাবারের আগে

দ্বিপ্রাহরিক আহারের আগে এক বাটি সবুজ সতেজ ফল খেতে পছন্দ করেন দীপিকা।

দুপুরের খাবার

অভিনেত্রী নিজে জানিয়েছেন, তিনি প্রত্যেক দিন দুপুরে রসম এবং ভাত খান।

সন্ধের জলখাবারে

সন্ধ্যাবেলায় ভারী কোনও খাবার দাঁতে কাটেন না অভিনেত্রী। সন্ধ্যার জলখাবারে এক কাপ গরম ফিল্টার কফি পেলেই খুশি তিনি।

নৈশভোজে

রাতে হালকা খাবার খান তিনি। তাঁর রোজের নৈশভোজে থাকে স্যালাদ আর গ্রিলড ফিশ।

লেটেস্ট আপডেট...

আইপিএল স্পেশাল...

রিঙ্কুর প্রশংসায় পঞ্চমুখ পর্নতারকা!

রবিবার আইপিএলের ম্যাচে আমদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নাটকীয় পরিসমাপ্তি ঘটেছে কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিংহের হাত ধরে। শেষ ওভারে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ২৯ রান...

সেলিব্রেটি গসিপ...

জাতীয় হস্তমৈথুন দিবস উদ্‌যাপন করার প্রস্তাব দেন রাখি

বিয়েতে দুই সংস্কৃতির মেলবন্ধন ঘটানোর চেষ্টাই হোক, বা কোনও বিষয়ে অকপট মন্তব্য— নিন্দকদের সমালোচনায় বার বার বিদ্ধ হতে হয়েছে বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করকে। পর্দায়...

সম্পর্কিত আরও পড়ুন...

Leave a Reply