এসএসসিতে যশোর বোর্ডে এবারও শীর্ষে সাতক্ষীরা, তলানিতে সেই নড়াইল

Satkhira is at the top in Jessore board in SSC, Narail is at the bottom

- Advertisement -

এসএসসির ২০২৩ সালের ফলাফলে যশোর বোর্ডে ৮৬ দশমিক ১৭ ভাগ শিক্ষার্থী পাস করেছে। যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে এবারও ভাল ফলে শীর্ষ স্থান দখলে রেখেছে সাতক্ষীরা জেলা।

এ জেলা থেকে ৯১ দশমিক ৯৬ ভাগ শিক্ষার্থী পাস করে বোর্ডের মধ্যে প্রথম হয়েছে। গতবছরও ৯৭ দশমিক ৩৮ ভাগ শিক্ষার্থী পাস করে বোর্ডের মধ্যে সেরা ছিল এই জেলাটি। আর গতবছরের মতো এবারও তলানিতে রয়েছে নড়াইল জেলা।

এই জেলা থেকে পাস করেছে ৮০ ভাগ। গতবছর এই জেলা থেকে পাস করেছিল ৯২ দশমিক ৫৫ ভাগ। শুক্রবার বোর্ড প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তথ্য অনুযায়ী, যশোর বোর্ডে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে খুলনা জেলা। খুলনা থেকে ৯০ দশমিক ২১ ভাগ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। গতবছর ৯৫ দশমিক ৭৫ ভাগ কৃতকার্য পরীক্ষার্থী নিয়ে তৃতীয় অবস্থানে ছিল এই জেলা। গতবছর দ্বিতীয় অবস্থানে থাকা যশোর জেলা এবার তৃতীয় স্থানে নেমে গেছে। এই জেলা থেকে ৮৭ দশমিক ৫৩ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। গতবছর এই জেলা থেকে ৯৫ দশমিক ৭৭ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল।

৫ম স্থান থেকে এক ধাপ এগিয়ে ৪র্থ স্থান অর্জন করেছে বাগেরহাট। এই জেলার পাসের হার ৮৬ দশমিক ০৬ ভাগ। গতবছর এই জেলার পাসের হার ছিল ৯৫ দশমিক ২৮ ভাগ।

আর চতুর্থ স্থান থেকে ৫ম অবস্থানে নেমে গেছে কুষ্টিয়া জেলা। এই জেলার পাসের হার ৮৫ দশমিক ২১ ভাগ। গতবছর এই পাসের হার ছিল ৯৫ দশমিক ৪১ ভাগ।

গতবছর ৭ম অবস্থানে থাকা মেহেরপুর জেলা এবার এক ধাপ এগিয়ে ৬ষ্ঠ অবস্থানে রয়েছে। এই জেলার পাসের হার ৮৩ দশমিক ৭৩। গতবছর পাসের হার ছিল ৯৪ দশমিক ৩৩।

গতবছর ৬ষ্ঠ অবস্থানে থাকা চুয়াডাঙ্গা জেলা এবার একধাপ নেমে ৭ম হয়েছে। এই জেলার পাসের হার ৮৩ দশমিক ৪৫ ভাগ। গতবছর এই হার ছিল ৯৪ দশমিক ৭০ ভাগ।

৮ম অবস্থানে রয়েছে ঝিনাইদহ জেলা। তাদের পাসের হার ৮৩ দশমিক ০৪ ভাগ। গতবছর ৯৩ দশমিক ৫৯ ভাগ পাসের হার নিয়ে নবম স্থানে ছিল এই জেলা।

আর গতবছর ৮ম অবস্থানে থাকা মাগুরা জেলা এবার নবম স্থানে নেমেছে। এই জেলার পাসের হার ৮০ দশমিক ৯৮। গতবছর এই হার ছিল ৯৩ দশমিক ৭৬।

লেটেস্ট আপডেট...

আইপিএল স্পেশাল...

রিঙ্কুর প্রশংসায় পঞ্চমুখ পর্নতারকা!

রবিবার আইপিএলের ম্যাচে আমদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নাটকীয় পরিসমাপ্তি ঘটেছে কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিংহের হাত ধরে। শেষ ওভারে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ২৯ রান...

সেলিব্রেটি গসিপ...

সম্পর্কিত আরও পড়ুন...

Leave a Reply